বাইনারি সংখ্যার গল্প (শ্রেণী - ৭, অভিজ্ঞতা - ৭) - Active Math Class (Bangla)

NCTB Math Solution

বাইনারি সংখ্যার গল্প (শ্রেণী - ৭, অভিজ্ঞতা - ৭)

[অনুশীলনী পৃষ্ঠা নং- ১৬০]

প্রশ্ন-৭.১ বাইনারি কোডে রূপান্তরিত করো। 
ক) ‘BINARY’ 
খ) ‘MATHEMATICS’ 
গ) ‘RAMANUJAN’

Solution:

Answer will be posted soon. Please wait...




প্রশ্ন-৭.২ বাইনারি নামের মালা- বানাও। ৫ বিট বাইনারি ব্যবহার করে একটি মালা বানাও। 

১ এর রং ও 0 এর রং বাছাই করো। কম্পিউটারের জানার দরকার নেই কখন নতুন বর্ণ আসে কারণ কম্পিউটার এই নিয়ম জানে যে প্রতি ৫ম বিট একটি নতুন বর্ণ। প্রতি ৫ম গ্রুপের সর্বনিম্নমানের বিট ডানে যাবে।

Solution:

Answer will be posted soon. Please wait...




প্রশ্ন-৭.৩ দীপু একটি ডিপার্টমেন্টাল স্টোরের উপরের তলায় আটকা পড়েছে। সে কি করতে পারে ভাবছে? সে সাহায্যের জন্য চিৎকার করে ডাকছে কিন্তু আশেপাশে কেউ নেই। রাস্তার ওপারে সে দেখতে পায় একজন মানুষ কম্পিউটার নিয়ে গভীর রাত পর্যন্ত কাজ করছে। যেহেতু কম্পিউটারের ভাষা বাইনারি তাই দীপু আলো জ্বালিয়ে ও নিভিয়ে বাইনারি কোড দিয়ে সেই মানুষটিকে বোঝানোর চেষ্টা করল। বলো তো জানালায় দীপু কী লিখেছিল?

Solution:

Answer will be posted soon. Please wait...




No comments:

Post a Comment