প্রশ্ন-৯.১ নিচের তথ্যরাশির পরিসর নির্ণয় করো।
ক) 14, 3, 19, 17, 4, 9, 16, 19, 22, 15, 18, 17, 12, 8, 16, 11, 3, 11, 0, 15
খ) 48, 70, 58, 40, 43, 55, 63, 46, 56, 44
গ)
Solution:
প্রশ্ন-৯.২ নিচের তথ্যরাশির গাণিতিক গড় ও মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করো।
ক) 8, 15, 53, 49, 19, 62, 7, 15, 95, 77
খ) 10, 15, 54, 59, 19, 62, 98, 8, 25, 95, 77, 46, 36
Solution:
প্রশ্ন-৯.৩ প্রদত্ত উপাত্তের গাণিতিক গড় ও মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করো।
Solution:
প্রশ্ন-৯.৪ প্রতিদিন রিক্সায় স্কুলে আসা যাওয়া বাবদ সবুজ ও মৌলির যথাক্রমে 50 ও 80 টাকা খরচ হয়।
ক) সবুজ ও মৌলির খরচের পরিমিত ব্যবধান নির্ণয় করো।
খ) দেখাও যে, উপাত্ত দুটির গড় ব্যবধান পরিসরের অর্ধেক।
Solution:
প্রশ্ন-৯.৫ থানা স্বাস্থ্য কেন্দ্রের বহির্বিভাগ চিকিৎসাসেবা নিতে আসা কোনো এক দিনের রোগীর সংখ্যার তথ্য নিন্মরূপ:
ক) ভেদাঙ্কের মান কখন সর্বনিন্ম হয়? ব্যাখ্যা করো।
খ) উপাত্তের গড় ব্যবধান ও পরিমিত ব্যবধান নির্ণয় করে তুলনা করো।
Solution:
প্রশ্ন-৯.৬ নিচের গণসংখ্যা নিবেশন সারণির গাণিতিক গড় ব্যবধান 33.2। গাণিতিক গড় নির্ণয় করো p এর মান নির্ণয় করো।
Solution:
প্রশ্ন-৯.৭ নিপার একটি ফুলের বাগান আছে। বাগানটিতে 60 টি বিভিন্ন জাতের ফুল গাছ আছে। গাছগুলোর উচ্চতার (সেন্টিমিটারে) মধ্যক 28.5।
ক) x ও y এর মান নির্ণয় করে সারণিটি পূরণ করো।
খ) সংক্ষিপ্ত পদ্ধতিতে গাছগুলোর উচ্চতার গড় নির্ণয় করো।
গ) গাছগুলোর উচ্চতার মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করো।
ঘ) গাছগুলোর উচ্চতার গড় থেকে পরিমিত ব্যবধান নির্ণয় করো।
Solution:
প্রশ্ন-৯.৮ পাশের ছবিটি লক্ষ করো। ছবিতে ছয় জন শিক্ষার্থীর উচ্চতা সেন্টিমিটার দেওয়া আছে। শিক্ষার্থীদের উচ্চতার-
ক) গড় ও মধ্যক নির্ণয় করো।
খ) গড় ও মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করো।
গ) গড় ও মধ্যক থেকে পরিমিত ব্যবধান নির্ণয় করো।
Solution:
প্রশ্ন-৯.৯ দশ সদস্যের একটি নমুনা গাণিতিক গড় ও পরিমিত ব্যবধান যথাক্রমে 9.5 এবং 2.5। পরে 15 মানের আরও একটি সদস্য নমুনায় অন্তর্ভ্যুক্ত করা হলো। তাহলে, এগারো সদস্যবিশিষ্ট নমুনার গাণিতিক গড় ও পরিমিত ব্যবধান নির্ণয় করো।
Solution:
প্রশ্ন-৯.১০ 100 টি কোম্পানির বার্ষিক মুনাফার (কোটি টাকায়) তথ্য নিচে দেওয়া হলো:
Solution:
No comments:
Post a Comment