ভগ্নাংশের খেলা (শ্রেণী - ৬, অভিজ্ঞতা - ৪) - Active Math Class (Bangla)

NCTB Math Solution

ভগ্নাংশের খেলা (শ্রেণী - ৬, অভিজ্ঞতা - ৪)

[অনুশীলনী পৃষ্ঠা নং- ১০২]


প্রশ্ন-৪.১. চিত্রের মাঝের ভগ্নাংশগুলো ব্যবহার করো। উপরের দিকে যাওয়ার সময় প্রতি জোড়া গুণ করে খালি স্থান পূরণ করো এবং নিচের দিকে যাওয়ার সময় প্রতি জোড়ার বামের ভগ্নাংশটিকে ডানের ভগ্নাংশ দ্বারা ভাগ করো। এভাবে উপরের ও নিচের সর্বশেষ ভগ্নাংশটি নির্ণয় করো।




Solution:

Answer will be posted soon. Please wait...




প্রশ্ন-৪.২. রিয়া তার বাড়ির সামনের বাগানের তিন দিকে ভাড়া দিতে চায়। বাগানের তিন দিকের দৈর্ঘ্য যথাক্রমে ১৫ মিটার, ১৩.৫ মিটার এবং ১২.৩ মিটার। বেড়া দিতে রিয়ার মিটার প্রতি ৭৫.৭৫ টাকা খরচ হয়। 


ক) রিয়াকে কত মিটার বেড়া দিতে হবে? 


খ) বেড়া দিতে রিয়ার মোট কত টাকা খরচ হবে?


Solution:

Answer will be posted soon. Please wait...




প্রশ্ন-৪.৩. নিচের চিত্রগুলোর পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় করো।





Solution:

Answer will be posted soon. Please wait...




প্রশ্ন-৪.৪. 


উপরের চিত্রটি লক্ষ করো এবং তোমার শরীর সম্পর্কে ভাবো। 


ক) তোমার মস্তিষ্কে ভর কত কেজি? 


খ) সুস্থ থাকার জন্য তোমার শরীরে মোট কত কেজি পানি থাকা প্রয়োজন?


Solution:

Answer will be posted soon. Please wait...




প্রশ্ন-৪.৫. রাতুল তার আয়তাকৃতি বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর প্রতিটি সারি যথাক্রমে চারটি ও তিনটি করে ফুলের চারা রোপন করে। পাশাপাশি দুটি চারার মধ্যকার দূরত্ব  23  মিটার। ছবি এঁকে চিন্তা করো। 

ক) রাতুলের বাগানটির ক্ষেত্রফল নির্ণয় করো। 


খ) রাতুল বাগানে মোট কয়টি ফুলের চারা রোপন করেছে?


Solution:

Answer will be posted soon. Please wait...




প্রশ্ন-৪.৬. রিয়ার পরিবারের সদস্য সংখ্যা ৮। রিয়া সকলকে সমপরিমাণ চা পরিবেশন করার জন্য ০.৫৬ লিটার চা তৈরি করে। কিন্তু রিয়া চা পান করে না। প্রত্যেকের কাপে কত লিটার চা থাকবে?


Solution:

Answer will be posted soon. Please wait...




প্রশ্ন-৪.৭. রাতুল বাজার থেকে ১০৫ টাকা কেজি দরে ১.৫ কেজি ডাল, ৪৫.৫০ টাকা কেজি দরে ৫ কেজি পেঁয়াজ ক্রয় করে। সে দোকানদারকে কত টাকা দিবে?.


Solution:

Answer will be posted soon. Please wait...




প্রশ্ন-৪.৮. সুমন সাইকেলে চড়ে প্রতি ঘন্টায় ৮ কিলোমিটার পথ যেতে পারে।  


ক) সুমন ৬ ঘন্টায় কত কিলোমিটার পথ যেতে পারবে? 


খ) ৩০ কিলোমিটার পথ যেতে সুমনের কত ঘন্টা সময় লাগবে?


Solution:

Answer will be posted soon. Please wait...




প্রশ্ন-৪.৯. নিজের ও তার ছোট ভাইয়ের জন্য সালাদ তৈরি করতে গিয়ে অহনা সালাদের উপকরণ হিসেবে নিচের জিনিসগুলো ব্যবহার করেছে। 


ক) অহনা তৈরি করা সালাদের ওজন কত কেজি? 


খ) মা-বাবাসহ পরিবারের মোট ৫ জন সদস্যের জন্য সালাদটি তৈরি করতে হলে সালাদের প্রয়োজনীয় উপকরণগুলো ছক আকারে উপস্থাপন করো এবং মোট কত কেজি সালাদ তৈরি হবে তা নির্ণয় করো


Solution:

Answer will be posted soon. Please wait...




No comments:

Post a Comment