[অনুশীলনী পৃষ্ঠা নং- ৬৯]
প্রশ্ন-৩.১. নিচের কোনটি দ্বিপদী রাশি নয়? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
a) xy + 3x
b) xy
c) x + y - 1
d) x2 - 2x + 1
e) y2
Solution:
প্রশ্ন-৩.২. নিচের দ্বিপদী রাশিগুলো থেকে এক চলক ও দুই চলকবিশিষ্ট দ্বিপদী রাশি চিহ্নিত করো?
a) x + 1
b) 3x + 5
c) x - 3
d) 5x - 2
e) 2x + 3y
f) x2 + 1
g) x2 - y
h) x2 + y2
Solution:
প্রশ্ন-৩.৩. নিচের বীজগাণিতিক রাশি থেকে এক চলক, দুই চলক ও তিন চলকবিশিষ্ট ত্রিপদী রাশি চিহ্নিত করো?
a) x + y + 3
b) x2 + 3x + 5
c) xy + z - 3
d) 5x + y2 - 2
e) 2x + 3y - z
f) y2 - y + 1
g) x2 - yz + 2
h) x2 + y2 - 2
Solution:
প্রশ্ন-৩.৪. নিচের ত্রিপদী রাশির ঘন নির্ণয় করো।
a) x + y + 3
b) 2x + 3y - z
c) x2 + 3x + 5
d) xy + z - 3
Solution:
প্রশ্ন-৩.৫. বীজগাণিতিক নিয়ম ব্যবহার করে উৎপাদকে বিশ্লেষণ করো:
a) x3 + 1
b) x3 - 1
c) x6 - 729
d) x3 + 3x2 + 3x + 9
Solution:
প্রশ্ন-৩.৬. একটি চকলেট তৈরির ফ্যাক্টরিতে 2 ফুট এবং 3 ফুট দৈর্ঘ্যবিশিষ্ট দুইটি ঘনক আকৃতির কন্টেইনারে পূর্ণকরে চকলেটের কাঁচামাল রাখা আছে।
a) কোনো কাঁচামাল নষ্ট না হলে, দুইটি কন্টেইনারের কাঁচামালকে একত্র করে 1” × 1” × 2” আকারের কতগুলো চকোলেট তৈরি করা যাবে?
b) কোনো কাঁচামাল নষ্ট না হলে, দুইটি কন্টেইনারের কাঁচামালকে একত্র করে 5” × 7” × 1” আকারের কতগুলো চকোলেট বার তৈরি করা যাবে?
c) 5” × 7” × 1” আকারের 1440টি চকোলেট বার তৈরি হলে কী পরিমাণ কাঁচামাল নষ্ট হয়েছে।
Solution:
প্রশ্ন-৩.৭. লতার বাবার একটি মাছ চাষের খামার আছে। খামারে একটি পুকুর আছে যার দৈর্ঘ্য, প্রস্থ ও পানির গভীরতা যথাক্রমে 50 মিটার, 40 মিটার এবং 5 মিটার। আয়তন ঠিক রেখে পানির গভীরতা 3 মিটার কমালে দৈর্ঘ্য কী পরিমাণ বাড়বে?
Solution:
No comments:
Post a Comment