অনুশীলনী পৃষ্ঠা নং- ১৪৬
প্রশ্ন-৬.১ নিচের চিত্র দেখানো পেন্সিলটির দৈর্ঘ্য কত?
Solution:
প্রশ্ন-৬.২ চিত্রে গিটারটির দৈর্ঘ্য কত মিটার?
Solution:
প্রশ্ন-৬.৩ নিচের চিত্রের মরিচটির দৈর্ঘ্য সেন্টিমিটার এবং মিলিমিটারে নির্ণয় করো। তারপর মিলিমিটারে প্রাপ্ত দৈর্ঘ্যটিকে সেন্টিমিটারে প্রকাশ করো।
Solution:
প্রশ্ন-৬.৪ শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দীর্ঘ লাফে ষষ্ঠ শ্রেণির ৫ জন শিক্ষার্থীর অতিক্রান্ত দূরত্ব নিচে দেয়া হলো:
ক) অতিক্রান্ত দূরত্বগুলোকে সেন্টিমিটারে প্রকাশ করো।
খ) কোন তিনজন শিক্ষার্থী বিজয় মঞ্চের ১ম, ২য় ও ৩য় স্থানে দাঁড়িয়ে জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করবে?
Solution:
প্রশ্ন-৬.৫ নিচের কোন লাইনটি বড়? অনুমান করো। এবার (ক) ও (খ) লাইন দুটি সেন্টিমিটারে মেপে তোমার অনুমান যাচাই করো।
Solution:
প্রশ্ন-৬.৬ নিচের চিত্রের মতো শিখাসহ তিনটি ভিন্ন উচ্চতার তিনটি মোমবাতির ছবি আঁকো। তোমার আঁকা ছবি তিনটি মেপে নিচের ছক পূরণ করো।
Solution:
প্রশ্ন-৬.৭ সেন্টিমিটার বা ইঞ্চি স্কেল দ্বারা একটি মার্বেলের ব্যাস সেন্টিমিটার ও ইঞ্চিতে পরিমাপ করো।
Solution:
প্রশ্ন-৬.৮ দূরত্বের পাজল: নিচের ছবি দেখে প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করো।
ক) বাড়ি থেকে কোন কোন পথে বাজারে যাওয়া যায়? প্রতিটি পথের দূরত্ব নির্ণয় করে সবচেয়ে কম দূরত্বের পথ খুঁজে বের করো।
খ) নদীর ঘাট থেকে কোন কোন পথে হাসপাতালে যাওয়া যায়? প্রতিটি পথের দূরত্ব নির্ণয় করে সবচেয়ে কম দূরত্বের পথ খুঁজে বের করো।
Solution:
No comments:
Post a Comment