[অনুশীলনী পৃষ্ঠা নং- ২৮]
প্রশ্ন-১.১ নিচের সূচকগুলো নির্ণয় করো।
Solution:
প্রশ্ন-১.২ নিচের সূচকের সংক্ষিপ্ত আকারগুলো নির্ণয় করো।
Solution:
প্রশ্ন-১.৩ খালি ঘরগুলো সঠিকভাবে পূরণ করো।
Solution:
প্রশ্ন-১.৪ তোমাদের নিশ্চয়ই কোভিড ১৯ মহামারির কথা মনে আছে। মারাত্মক ছোঁয়াচে এই মহামারির কারণে পুরো পৃথিবী একটা বড় সময় স্থবির হয়ে গিয়েছিল। আমরা সেই মহামারি নিয়ে একটা গণনা করার চেষ্টা করব। ধরো, একটি বাড়িতে ৩ জন লোক আছে। তারা প্রত্যেকেই কোভিড আক্রান্ত হয়েছে। এখন হিসাব করে দেখা গেল, তারা ৩ জন প্রত্যেকেই এক দিনে আলাদা-আলাদাভাবে ন্যূনতম ৩ জনকে আক্রান্ত করতে সক্ষম। আবার তাদের দ্বারা আক্রান্ত প্রত্যেকে আবার এক দিনে আলাদা-আলাদাভাবে নূন্যতম ৩ জন করে ব্যক্তিকে আক্রান্ত করতে সক্ষম। সূচকের ধারণার সাপেক্ষে বলো তো কোনোরকম স্বাস্থ্যবিধি মানা না হলে, পরবর্তী ৫ দিনে সর্বনিম্ন কতজন কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তি থাকতে পারবে? ছক অনুযায়ী পূরণ করার চেষ্টা করো। সাহায্যের জন্য চাইলে প্রদত্ত চিত্রটি দেখতে পারো।
সূচকের ধারণার সাপেক্ষে বলো তো কোনোরকম স্বাস্থ্যবিধি মানা না হলে, পরবর্তী ৫ দিনে সর্বনিম্ন কতজন কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তি থাকতে পারবে? ছক অনুযায়ী পূরণ করার চেষ্টা করো। সাহায্যের জন্য চাইলে প্রদত্ত চিত্রটি দেখতে পারো।
এই ধারায় ১১তম ও ১৪তম দিন শেষে সর্বনিন্ম কতজন আক্রান্ত হতে পারে?
Solution:
প্রশ্ন-১.৫ ১০ হাজার, ১ লক্ষ, ১০ লক্ষ, এক কোটি এবং ১০ কোটি সংখ্যাগুলোকে গাণিতিক ভাষায় ছোট আকারে প্রকাশ করো। দেখো তো মূল সংখ্যায় ১ এর ডানে মোট কতটি শূন্য রয়েছে। এবার সংখ্যাটিকে ছোট আকারে প্রকাশের পর, যে সূচকীয় সংখ্যাটি পাও, তার সাথে পূর্বের প্রাপ্ত শুন্যের সংখ্যার মাঝে কোন সম্পর্ক পাওয়া যায় কি?
Solution:
No comments:
Post a Comment